kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রতিবেশীকে পিটিয়ে জখম

বেনাপোল (যশোর) প্রতিনিধি   

২১ মে, ২০১৯ ০২:০৭ | পড়া যাবে ১ মিনিটেমাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রতিবেশীকে পিটিয়ে জখম

যশোরের শার্শায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রতিবেশী গোলাম রব্বানী (৩৫) কে পিটিয়ে জখম করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে উপজেলার নাভারন দক্ষিণ বুরুজ বাগান গ্রামে।

আহত গোলাম রব্বানী ওই গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে। এ ঘটনায় শার্শা থানায় একটি এজাহার দাখিল করেছে ভুক্তভোগী।
 
জানা যায়, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বজলে ডাকাতের ছেলে সাইদকে মাদক ব্যবসায় বাধা দিয়ে আসছিল প্রতিবেশী গোলাম রব্বানী। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সোমবার বিকালে মাদক ব্যবসায়ী সাইদ তার সঙ্গীদের সঙ্গে নিয়ে গোলাম রব্বানীকে পিটিয়ে জখম করে। এ ঘটনায় সন্ধ্যায় শার্শা থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। 

এ ব্যাপারে শার্শা থানার এস আই আবুল হাসান জানান, বাদীর দাখিলকৃত এজাহার মোতাবেক মাদক ব্যবসায়ী সাইদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা যায়নি। তাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা