kalerkantho

শুক্রবার । ১৯ আষাঢ় ১৪২৭। ৩ জুলাই ২০২০। ১১ জিলকদ  ১৪৪১

জেএসসিতে বৃত্তির ফলাফলে শীর্ষে সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমি

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি   

২০ মে, ২০১৯ ২১:৪৪ | পড়া যাবে ১ মিনিটেজেএসসিতে বৃত্তির ফলাফলে শীর্ষে সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমি

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০১৮ সালের জেএসসিতে বৃত্তির ফলাফলে শীর্ষে সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমি স্কুল। এ স্কুল থেকে ট্যালেন্টপুলে ১৩ জন ও সাধারণ গ্রেডে ৩২ জনসহ মোট ৪৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

জানা গেছে, সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমি থেকে ২০১৮ সালে জেএসসি পরীক্ষায় ১৩৯ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৩ জন জিপিএ ৫সহ শতভাগ শিক্ষার্থী পাস করে। বৃত্তির ফলাফলে বোচাগঞ্জ উপজেলায় ১৪ জন ট্যালেন্টপুলে ও ৩৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। এর মধ্যে শুধু সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমি থেকেই ১৩ জন ট্যালেন্টপুলে ও ৩২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে গোটা উপজেলায় বৃত্তির ফলাফলে শীর্ষে অবস্থান করছে।

২০১৯ সালের এসএসসি পরীক্ষার ফলাফলেও সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমি থেকে ৫২ জন ছাত্রছাত্রী জিপিএ ৫সহ শতভাগ শীক্ষার্থী পাস করে। এসএসসি ও জেএসসির বৃত্তির ফলাফল সন্তোষজনক হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। 

মন্তব্যসাতদিনের সেরা