kalerkantho

শুক্রবার । ১৯ আষাঢ় ১৪২৭। ৩ জুলাই ২০২০। ১১ জিলকদ  ১৪৪১

ফুলপুর-তারাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৯ মে, ২০১৯ ১৯:১৪ | পড়া যাবে ১ মিনিটেফুলপুর-তারাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় হাজী আব্দুর রশীদ নামে এক কৃষক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। এ সময় দুটি গাভীও বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়। আজ রবিবার সকালে উপজেলার রুপসী ইউনিয়নের কাতুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

অপরদিকে পৃথক ঘটনায় রবিবার সকালে তারাকান্দার গোয়াতলা গ্রামের রুবেল মিয়া (১১) নামে এক স্কুলছাত্র খেলা করতে গিয়ে ঝড়ে মাটিতে পড়ে থাকা ছেঁড়া তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়। সে মৃত নবী হুসেনের ছেলে।

জানা যায়, বাড়ির পাশে একটি খেলার মাঠে খেলতে গিয়ে ঝড়ে পড়ে থাকা ছেঁড়া তারে বিদ্যুতায়িত হলে সাথে সাথে মারা যায় শিশু রুবেল মিয়া। অন্যদিকে নিজ বাড়ি সংলগ্ন ধানক্ষেতে পরিত্যক্ত বিদ্যুতের তারে কৃষক আব্দুর রশীদের দুটি গাভী বিদ্যুৎস্পৃষ্ট হলে গাভীদুটিকে বাঁচাতে এগিয়ে আসলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা কৃষক আব্দুর রশীদকে মৃত অবস্থায় উদ্ধার করে। তার দুটি গাভীও মৃত অবস্থায় পড়ে থাকে।

কৃষক আব্দুর রশীদ তিন সন্তানের জনক। তিনি কাতুলী এমদাদীয়া মাদরাসার সাবেক নৈশ্যপ্রহরী।

মন্তব্যসাতদিনের সেরা