kalerkantho

সোমবার । ২৪ জুন ২০১৯। ১০ আষাঢ় ১৪২৬। ২০ শাওয়াল ১৪৪০

কেন্দুয়ায় ঝড়ে গাছচাপায় এক ব্যক্তি নিহত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি   

১৯ মে, ২০১৯ ১৪:৪৬ | পড়া যাবে ১ মিনিটেকেন্দুয়ায় ঝড়ে গাছচাপায় এক ব্যক্তি নিহত

নেত্রকোনার কেন্দুয়ায় ঝড়ে বসতঘরে গাছের চাপায় হারেছ মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট শিমুলাটিয়া গ্রামে। নিহত হারেছ একই ইউনিয়নের কোনাপাড়া গ্রামের অফুজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, হারেছ মিয়া কোনাপাড়া গ্রামেরবাড়ি থেকে পার্শ্ববর্তী কাউরাট-শিমুলাটিয়া গ্রামের শ্বশুর বাড়িতে বেড়াতে যান। এ অবস্থায় গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে ঝড় শুরু হলে একটি তালগাছ বসতঘরের ওপর ভেঙে পড়ে। এতে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

মন্তব্য