kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

সেন্ট মার্টিনসসংলগ্ন গভীর সাগরে বিপুল ইয়াবা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি   

১৯ মে, ২০১৯ ১৪:১১ | পড়া যাবে ১ মিনিটেসেন্ট মার্টিনসসংলগ্ন গভীর সাগরে বিপুল ইয়াবা

সেন্ট মার্টিনসসংলগ্ন বঙ্গোপসাগরের গভীর থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড।  

কোস্ট গার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশনস) লে. কমান্ডার সাইফুল ইসলাম জানান, শনিবার গভীর রাতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের সিজি স্টেশন টেকনাফ ইনচার্জ লে. কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডল ও সেন্ট মার্টিনস ইনচার্জ লেফটেন্যান্ট জোফেল রানার নেতৃত্বে কোস্ট গার্ডের যৌথ বিশেষ টিম গোপন সংবাদে সেন্ট মার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে অভিযানে যায়। এ সময় সাগর এলাকায় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পানিতে ইয়াবার প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে কোস্ট গার্ড সদস্যরা সাগর থেকে ভাসমান অবস্থায় ইয়াবার প্যাকেটটি উদ্ধার করে। 

প্যাকেটটিতে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারতৃদ ইয়াবার আনুমানিক মূল্য ৭ কোটি টাকা বলে জানায়। 

এ সময় ইয়াবা পাচারকারী কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় কোস্ট গার্ড। তবে উদ্ধার ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায়।

মন্তব্যসাতদিনের সেরা