kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

শ্রীবরদীতে বঙ্গবন্ধু চত্বর উদ্বোধন

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি   

১৭ মে, ২০১৯ ০১:০৭ | পড়া যাবে ১ মিনিটেশ্রীবরদীতে বঙ্গবন্ধু চত্বর উদ্বোধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ কম্পাউন্ডে উদ্বোধন করা হয়েছে 'বঙ্গবন্ধু চত্বর'। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করে বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু চত্বরের উদ্বোধন করেন সংসদ সদস্য এ কে এম ফজলুল হক।

এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, কেউ উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করলে জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতি চোখে পড়বে। একটু হলেও দাঁড়িয়ে স্মরণ করবে জাতির জনককে।

বঙ্গবন্ধু চত্বর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মির্জা মাশরুর হক, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ছালাহ উদ্দিন সালেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা যুবলীগের আহ্বায়ক জাতিদুল ইসলাম জুয়েল, যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন লিটন ও ভেলুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আরজু মিয়া প্রমূখ। 

মন্তব্যসাতদিনের সেরা