kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

নোবিপ্রবিতে বিএনসিসির ইফতার ও দোয়া মাহফিল

নোবিপ্রবি প্রতিনিধি   

১৬ মে, ২০১৯ ২২:৪৫ | পড়া যাবে ১ মিনিটেনোবিপ্রবিতে বিএনসিসির ইফতার ও দোয়া মাহফিল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) বিশ্ববিদ্যালয় প্লাটুনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. গাজী মোহাম্মদ মহসিন, বিবি খাদিজা হলের প্রভোস্ট ড. আতিকুর রহমান ভূইয়া, নোবিপ্রবি বিএনসিসির পিইউও এ কিউ এম সালাউদ্দিন পাঠান ও আসমা তালুকদার ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাসহ সকল ক্যাডেটবৃন্দ।

ইফতার ও দোয়া মাহফিলে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা