মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি
কৃষকদের ধানের ন্যায্যমূল্যের দাবিতে স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, জনতা ডিগ্রি কলেজের প্রভাষক গাজী নিজাম উদ্দিন, সবুজ বাংলাদেশের সভাপতি মো. শাহীন আলম, সহ-সভাপতি একেএম মাহবুবুর রশিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, চলতি মৌসুমে লক্ষ্মীপুরসহ সারাদেশে ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু উৎপাদন খরচের চেয়ে ধানের বিক্রয় মূল্য কম। এতে কৃষকরা ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। গত আমন মৌসুমেও ন্যায্যমূল্য না পাওয়ায় ধান বিক্রি করতে পারেননি কৃষকরা। এভাবে কৃষকরা ধান উৎপাদন থেকে সরে গেলে দেশে চরম খাদ্য সংকট দেখা দেবে।
মন্তব্য