শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১
প্রতীকী ছবি
বাগেরহাটের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ের চার কর্মচারীর কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি করা হয়েছে। উপজেলা নির্বাহী কার্যালয়ের সিএ কাম ইউডিএ মোহাম্মদ আলী হাওলাদার, সার্টিফিকেট সহকারী নিত্যানন্দ সাহা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সনৎ কুমার সাহা ও মো. হান্নান শেখকের কাছে চাঁদা দাবি করা হয়।
বৃহস্পতিবার পূর্ববাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক কমান্ডার বিপ্লব ও সুন্দরবনের বনদস্যু বাহিনীর প্রধান শিকদার মহিউদ্দিন পরিচয়ে তারা ওই চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তাদের সন্তানসহ পরিবারকে তুলে নেয়ার হুমকি দেয়া হয়েছে।
বিষয়টি কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন ফারহানাকে জানানোর পরে তিনি কচুয়া থানাকে পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন। হুমকির শিকার চার কর্মচারী জীবনের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত আবেদন করেছেন।
কচুয়া থানার পরিদর্শক শেখ শফিকুর রহমান কালের কণ্ঠকে বলেন, এই বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। হুমকিদাতাদের আটকের জন্য অভিযান শুরু হয়েছে।
মন্তব্য