kalerkantho

রবিবার । ২৬ মে ২০১৯। ১২ জ্যৈষ্ঠ ১৪২৬। ২০ রমজান ১৪৪০

ইসলামপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহিণীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি   

১৫ মে, ২০১৯ ২৩:৫৭ | পড়া যাবে ১ মিনিটেইসলামপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহিণীর মৃত্যু

প্রতীকী ছবি

জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনা নদীর দুর্গম চর মন্নিয়া গ্রামে সোলার গ্রিডের বিদ্যুৎ সংযোগের সচল তারে ভেজা কাপড় ঝুলাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ছালেহা বেগম (৫৫) নামের একজন গৃহিণীর মৃত্যু হয়েছে। তিনি চর মন্নিয়া গ্রামের আজিজল হকের স্ত্রী। আজ বুধবার বিকেলে চর মন্নিয়া গ্রামে তার নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
 
মৃত ছালেহা বেগমের পরিবারের স্বজনদের উদ্ধৃতি দিয়ে বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক কালের কণ্ঠকে জানান, গৃহিণী ছালেহা বেগম আজ বুধবার বিকেলে কাপড় শুকানোর জন্য স্থানীয় সোলার গ্রিড থেকে নেওয়া বিদ্যুৎ সংযোগের সচল তারে ভেজা কাপড় ঝুলাতে যান। এ সময় বিদ্যুতের সচল তার ছিঁড়ে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর অসুস্থ হন। পরে আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক আরো জানান, এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় ওই গৃহিণীর স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মরদেহ তার স্বজনরা চর মন্নিয়ার বাড়িতে নিয়ে গেছেন। 

মন্তব্য