kalerkantho

সীমান্তে ভারতীয় গরু জব্দ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি    

২৬ এপ্রিল, ২০১৯ ১৩:১৭ | পড়া যাবে ১ মিনিটেসীমান্তে ভারতীয় গরু জব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর ও চাকুলিয়া সীমান্তের বাংলাদেশের অভ্যন্তর থেকে আটটি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) গভীর রাতে গরুগুলো জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার হেলাল উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। তিনি দামুড়হুদার ঠাকুরপুর সীমান্তে মেইন পিলার ৮৯/৬-আর থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর মাঠ থেকে দুইটি ভারতীয় গরু জব্দ করেন। একই রাত ৩টার দিকে ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান।

এ সময় দামুড়হুদার চাকুলিয়া সীমান্তে মেইন পিলার ৮৮ থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ থেকে ছয়টি ভারতীয় গরু পরিত্যক্ত অবস্থায় জব্দ করে। জব্দ গরুর আনুমানিক মূল্য ৯ লক্ষ ৬০ হাজার টাকা। গরুগুলো দর্শনা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। 

মন্তব্য