kalerkantho

শ্রীলঙ্কায় নিহতদের স্মরণে গোপালগঞ্জে মোমবাতি প্রজ্জ্বলন

গোপালগঞ্জ প্রতিনিধি   

২৬ এপ্রিল, ২০১৯ ০০:৫৪ | পড়া যাবে ১ মিনিটেশ্রীলঙ্কায় নিহতদের স্মরণে গোপালগঞ্জে মোমবাতি প্রজ্জ্বলন

শ্রীলংকায় সিরিজ বোমা হামলায় গোপালগঞ্জ ২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীসহ সকল নিহতদের আত্মার শান্তি কামনায় গোপালগঞ্জে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সরকারি বঙ্গবন্ধু কলেজের শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করে বেসরকারি সংস্থা বিডি-ক্লিন, গোপালগঞ্জ পরিবারের ব্যানারে। মোমবাতি পজ্জ্বলনের পরে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সংগঠনের গোপালগঞ্জের সমন্বয়কারী সুজন দাস ছাড়াও বিডি-ক্লিনের অন্যান্য সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য