kalerkantho

বুধবার । ২২ মে ২০১৯। ৮ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৬ রমজান ১৪৪০

ভৈরব নদে পড়ে ট্রলারের বাবুর্চি নিখোঁজ

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

২৫ এপ্রিল, ২০১৯ ২৩:৩৫ | পড়া যাবে ১ মিনিটেভৈরব নদে পড়ে ট্রলারের বাবুর্চি নিখোঁজ

যশোরের অভয়নগরে একটি চালাবাহী ট্রলারের বাবুর্চি ভৈরব নদে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার আনুমানিক রাত ৮ টায় উপজেলার নওয়াপাড়া বাজারের ভৈরব নদের স্বর্ণপট্টি নামক ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ বাবুর্চি শহিদুল ইসলাম খুলনা জেলার গিলাতলা গ্রামের বাসিন্দা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস ডুবুরিদলের উদ্ধার অভিযান অব্যাহত আছে।

নিখোঁজ শহিদুল ইসলামের ছেলে ট্রলারচালক সুজন জানান, ভোলা থেকে ট্রলার বোঝাই চাল নিয়ে বৃহস্পতিবার সকালে নওয়াপাড়ায় পৌঁছায়। রাতে চালগুলোর উপর ত্রিপল দেওয়ার সময় তার বাবা নদীতে পড়ে যায়। বাবা সাঁতার জানে ভেবে তিনি ও তার মা নদীতে নামেন না। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে খবর দেওয়া হয়।

নওয়াপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খান এহসান উল-আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছায় এবং পড়ে যাওয়া স্থানের একশ’ মিটারের মধ্যে অনুসন্ধান কাজ শুরু করে। নদে নিখোঁজ হওয়া মানুষটির সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলে তিনি জানান। 

মন্তব্য