kalerkantho

মঙ্গলবার । ২১ মে ২০১৯। ৭ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৫ রমজান ১৪৪০

কলমাকান্দায় প্রধান শিক্ষককে বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি   

২৫ এপ্রিল, ২০১৯ ২০:২৩ | পড়া যাবে ১ মিনিটেকলমাকান্দায় প্রধান শিক্ষককে বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বরদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হেলিমকে বরখাস্ত করার সিদ্ধান্ত ও বিভিন্ন শিক্ষক কর্মচারীগণকে অন্যায়ভাবে শোকজসহ তিনমাসের বেতন বিলে স্বাক্ষর না করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কলমাকান্দা-দুর্গাপুর সড়কে বরদল বাজারে সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ও অভিভাবকবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য দেন বরদল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনোরঞ্জন সাহা, মো. আব্দুল লতিফ, অমল চন্দ্র দেব, আঞ্জুমান আরা বেগম, শিক্ষার্থী তাহরিমা আনসারী মিম ও মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।

এ সময় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সিদ্ধান্ত প্রত্যাহার করে বেতন বিল পরিশোধ করার আহ্বান জানান বক্তরা। 

মন্তব্য