kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

রাঙ্গুনিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল চার শ্রমিকের

নিজস্ব প্রতেবদক, চট্টগ্রাম   

২৫ এপ্রিল, ২০১৯ ১০:৪৯ | পড়া যাবে ১ মিনিটেরাঙ্গুনিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল চার শ্রমিকের

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুরে মর্মান্তিক দুর্ঘটনায় ইটভাটার ৪ শ্রমিক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছে আরো ২ জন। আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, কাঠবোঝাই একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে ইসলামপুর-গাবতল সড়কের পাশে ইটভাটার একটি টিনশেড ঘরে ঢুকে গেলে সেখানে ঘুমন্ত অবস্থায় থাকা ৪ শ্রমিক চাপা পড়ে মারা যান। নিহত শ্রমিকদের বাড়ি নোয়াখালীর হাতিয়ায় উপজেলায় বলে জানা গেছে। 

এদিকে আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা এনি বড়ুয়া বলেন, ইসলামপুর গাবতল এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। সেখান থেকে ৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ ভূঁইয়া জানান, রাঙামাটি থেকে কাঠবোঝাই জিপ চট্টগ্রামের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। জিপটি জব্দ করা হয়েছে। 

মন্তব্য