kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

বেতাগীতে আগাম বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি

বেতাগী (বরগুনা) প্রতিনিধি   

২৪ এপ্রিল, ২০১৯ ২১:৩৫ | পড়া যাবে ২ মিনিটেবেতাগীতে আগাম বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি

বেতাগীতে আগাম বন্যার কারণে চরম ক্ষতির মুখে পড়েছে এলাকার কৃষকরা। এবারে কালবৈশাখীর ঝড়ে রবি শস্যেরও ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে।

জানা গেছে, চলতি বছেরের ২৫ ফ্রেরুয়ারি ঝড়ো হাওয়া নিয়ে কালবৈশাখী হানা দেয়। এতে জীবন ও সম্পদহানি হয়। বজ্রপাতে মোকামিয়ার বাসিন্দা জেলে আবুল কালাম ( ৪৫) নাম এক ব্যক্তি প্রাণ হারান ও আব্দুর রহমান ( ৩৫) নামে আরো একজন আহত হন। ২ মার্চ ও ৯ মার্চ তীব্র কালবৈশাখী ঝড় আঘাত হানে। এতে আমের মুকুল ঝরে যায়। গোল আলু, খেসারির ডাল, টমেটো, মিষ্টি আলু, মরিচ, ঢেড়ষ, ভুট্টা, বাদাম, খিরই, কুমড়া, তিল, লালশাক, ডাটাশাক, পুঁইশাক, করলা, তরমুজ,  সূর্যমুখী, মুগডাল, ফেলন ডল, চিচিংগা, ঝিংগা, সড়িষাসহ এক হাজার একশ ৩৫ হেক্টর জমির রবি ফসলের ক্ষতি হয়।

এ ছাড়াও এই অঞ্চলটিতে বন্যার কারণে ফসল পানির নিচে তলিয়ে গেছে। তাই অনেকেই মনে করছেন ফসলের ব্যপক ক্ষতির ফলে জরুরি সাহায্যের প্রয়োজন হতে পারে।  

বেতাগী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কৃষক মো. কামরুল হাসান বশির  বলেন, ‘আগাম বন্যায় কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছে। রবি শস্যে ধস নেমেছে।’  

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘আগাম বন্যার কারণে এখানকার কৃষকরা চরম বিপদে পড়েছে। এ জন্য  দুর্যোগকালীন সময় জরুরি ভিত্তিতে তাদের সহযোগিতা প্রয়োজন।’

মন্তব্য