kalerkantho

রবিবার । ২৬ মে ২০১৯। ১২ জ্যৈষ্ঠ ১৪২৬। ২০ রমজান ১৪৪০

রাঙ্গাবালীর স্কুলে বাংলা বিষয়ে পাঠদান করলেন ডিসি

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি   

২৪ এপ্রিল, ২০১৯ ১৯:৫৩ | পড়া যাবে ২ মিনিটেরাঙ্গাবালীর স্কুলে বাংলা বিষয়ে পাঠদান করলেন ডিসি

রাঙ্গাবালীর প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করছিলেন শ্রেণি শিক্ষক। হঠাৎ করেই শ্রেণি কক্ষে ঢুকে পড়েন জেলা প্রশাসক। এ সময় ওই শ্রেণির কক্ষে বাংলা বিষয়ে পাঠদান চলছিল। তখন ওই বিষয়ের ওপর কিছু সময়ে পাঠদান করলেন পটুয়াখালীর জেলা প্রশাসক। পাশাপাশি তাদের পড়াশুনাসহ সার্বিক বিষয়ে খুঁজ খবরও নেন। এরপর তিনি ওই বিদ্যালয়ের অফিস কক্ষে গিয়ে শিক্ষকদের সাথে বলেন। 

বুধবার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ৫৪ নম্বর চতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।   

জানা গেছে, বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। পরে সেখানে মতবিনিময় শেষে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কাউকে কিছু না বলেই হঠাৎ গাড়ি নিয়ে চতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে গিয়ে শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ার খুঁজ খবর নেন। আর বিদ্যালয়ের অবকাঠামো ও পাঠদান কার্যক্রমসহ সার্বিক বিষয়ে তদারকি করেন।
 
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুনুর রশিদ, পটুয়াখালী সহকারী কমিশনার উম্মে হাবিবা মজুমদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম সগীর ও সহকারী শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন প্রমুখ।
 
বিদ্যালয় পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, ‘স্কুলটির পরিবেশ আমার কাছে খুব ভাল লেগেছে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এভাবেই প্রত্যেকটি স্কুলের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা উচিত।’

মন্তব্য