kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

চরফ্যাশনে ওসি এনামুল হককে বিদায় সংবর্ধনা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি   

২৩ এপ্রিল, ২০১৯ ২০:৪৯ | পড়া যাবে ১ মিনিটেচরফ্যাশনে ওসি এনামুল হককে বিদায় সংবর্ধনা

ভোলার চরফ্যাশন থানার দক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হককে বিদায় সংবর্ধনা জানিয়েছেন চরফ্যাশন প্রেস ক্লাবের সংবাদকর্মীরা।

আজ মঙ্গলবার রাত ৮ টায় প্রেস ক্লাব মিলায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় চরফ্যাশন উপজেলা জাতীয় আঞ্চলিক সংবাদকর্মীরা তাকে হারিয়ে দুঃখ প্রকাশ করেন।

প্রেস ক্লাব সভাপতি আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক প্রভাষক মনির আহাম্মেদ শুভ্র।

জানা গেছে, ওসি এনামুল হকের কর্মদক্ষতার কারণে চরফ্যাশন থানা পুলিশের কর্মকাণ্ড বদলে গেছে। এ আসনের এমপি যেমন দক্ষ ও প্রশংসার দাবিদার তেমনি এ থানা যতো ওসি তার আমলে এসেছে তারা সুনামের সাথে কাটিয়ে গেছে। তবে চরফ্যাশন থানার ওসি হিসাবে এনামুল হকের মতো এতো সুনাম অর্জন করা সম্ভব হয়নি অনেকেরই।

গতবছর তার বদলির আদেশ হলেও মানুষের ভালোবাসা ও দোয়ায় তার বদলি আদেশ স্থগিত হয়ে যায়। তিনি চরফ্যাশন থেকে কাল বুধবার অনুষ্ঠানিক বিদায় নেবেন। এ কর্মপ্রিয় পুলিশ কর্মকর্তাকে বোরহানউদ্দিন থানা স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য