kalerkantho

কলমাকান্দার নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের অভিষেক

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি   

২৩ এপ্রিল, ২০১৯ ১৯:০৪ | পড়া যাবে ১ মিনিটেকলমাকান্দার নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের অভিষেক

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে পরিষদের প্রাঙ্গণে নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের আয়োজনে অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আব্দুল খালেক তালুকদারের সভাপতিত্বে  আলোচনাসভায় বক্তব্য রাখেন বিদায়ী ‌চেয়ারম্যান শাহ মো. ফখরুল ইসলাম ফিরোজ ও উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু ছাড়াও উপ‌স্থিত ছি‌লেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কলি আক্তারসহ উপ‌জেলা প্রশাস‌নের বি‌ভিন্ন দপ্তরের কর্মকর্তা, বি‌ভিন্ন ইউনিয়‌নের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠ‌নের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার লোকজন।

আলোচনাসভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন কলমাকান্দা থানা জামে মসজিদের খতিব হাফেজ মো. খায়রুল কবীর। অভিষেক অনুষ্ঠান শে‌ষে পরিষদের হলরুমে নতুন প‌রিষদ নি‌য়ে অনু‌ষ্ঠিত হয় প্রথম মা‌সিক সাধারণ সভা শুরু হয়।

মন্তব্য