kalerkantho

সোমবার । ২০ মে ২০১৯। ৬ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৪ রমজান ১৪৪০

বদলগাছীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা   

২৩ এপ্রিল, ২০১৯ ১৮:৫২ | পড়া যাবে ১ মিনিটেবদলগাছীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নওগাঁর বদলগাছীতে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এক হাজার একশ ৫০ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান সামসুল আলম খান। অনুষ্ঠানে কৃষকদের মাঝে উফশী আউশ ধান বীজ, ১৫ কেজি ডিএপি ও ১০ কেজি এম ও পি সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল, পল্লী উন্নয়ন কর্মকর্তা সহিদুল প্রমুখ। 

মন্তব্য