kalerkantho

বুধবার । ২২ মে ২০১৯। ৮ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৬ রমজান ১৪৪০

রাফি হত্যার দ্রুত বিচার দাবিতে কাউখালীতে মানববন্ধন

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর    

২৩ এপ্রিল, ২০১৯ ১৭:৪৪ | পড়া যাবে ১ মিনিটেরাফি হত্যার দ্রুত বিচার দাবিতে কাউখালীতে মানববন্ধন

নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে হত্যায় জড়িতদেও দ্রুত দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা সড়কে মহিলা পরিষদ ও পূজা উদযাপন পষিদের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট শেখর চন্দ্র দে, সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দার, কমউনিস্ট পার্টির সভাপতি নিমাই মন্ডল, প্রেস ক্লাবের সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ প্রমূখ।

মন্তব্য