kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

রাফি হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

২৩ এপ্রিল, ২০১৯ ১৭:২৩ | পড়া যাবে ১ মিনিটেরাফি হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার দাবিতে মানববন্ধন

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের নিলটুলী এলাকার ফরিদপুর প্রেস ক্লাবের সামনের মুজিব সড়কে আধাঘণ্টার মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন বেসরকারি ও সামাজিক সংগঠন অংশ নেয়। 

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি কবি শওকত আলী জাহিদ, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, বিএফএফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির, আভা'র নির্বাহী পরিচালক সুরেশ চন্দ্র হালদার, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফরিদপুরের সাধারণ সম্পাদক সিরাজ-ই-কবীর খোকন প্রমুখ।

বক্তারা হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

মন্তব্যসাতদিনের সেরা