kalerkantho

রবিবার । ২৬ মে ২০১৯। ১২ জ্যৈষ্ঠ ১৪২৬। ২০ রমজান ১৪৪০

গির্জায় মসজিদে মন্দিরে প্যাগোডাতে এ ধরনের ঘটনা কেউ চাই না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

২৩ এপ্রিল, ২০১৯ ০৩:২১ | পড়া যাবে ১ মিনিটেগির্জায় মসজিদে মন্দিরে প্যাগোডাতে এ ধরনের ঘটনা কেউ চাই না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা প্রসঙ্গে বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে। এ ধরনের ঘটনায় বাংলাদেশের জনগণ সব সময় ধিক্কার দেয়। জনগণ এ ধরনের হিংসাত্মক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে বিশ্বাস করে না।

রবিবার বিকেলে কুমিল্লার চান্দিনা থানা কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, এ দেশের জনগণ অত্যন্ত ভ্রাতৃপ্রতিম। এটি অসাম্প্রদায়িক চেতনার একটি দেশ। এখানে কোনো গির্জায়, কোনো মন্দিরে, মসজিদে বা প্যাগোডাতে এ ধরনের হামলার মতো কোনো ঘটনা ঘটুক আমরা কেউ চাই না।

এ সময় কুমিল্লার স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আশ্রাফ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য