kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি   

২২ এপ্রিল, ২০১৯ ২০:০৪ | পড়া যাবে ১ মিনিটেশ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় শাকিবুল হাসান ওরফে শাকিল নামে এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে পৌর শহরের দহেড়পাড় সড়কে শ্মশানঘাট এলাকায় সিএনজি উল্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার বকচর গ্রামের কাঠ মিস্ত্রি রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম ও তার ছেলে শাকিবুল হাসান ওরফে শাকিলকে নিয়ে কান্দারপাড়া এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে শ্মশানঘাট এলাকায় এলে সিএনজির একটি চাকা খুলে উল্টে রাস্তার পাশে পড়ে। এতে চাপা পড়ে রফিকুল ইসলাম ও তার ছেলে শাকিলসহ অন্যান্য যাত্রীরা। এ সময় সিএনজিরচাপায় শাকিল গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এসআই শহিদুজ্জামান। নিহত শাকিলের পরিবার সূত্র জানায়, শাকিল এবার বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। এ ঘটনায় নিহত শাকিলের পরিবারে নেমেছে শোকের ছায়া। 

মন্তব্যসাতদিনের সেরা