kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

ক্ষতিপূরণ পেলেন সহিসংসতায় দগ্ধ মাইক্রোবাসের মালিক

চাঁদপুর প্রতিনিধি   

২২ এপ্রিল, ২০১৯ ১৮:১৮ | পড়া যাবে ২ মিনিটেক্ষতিপূরণ পেলেন সহিসংসতায় দগ্ধ মাইক্রোবাসের মালিক

নির্বাচনকালীন সময় পুলিশের কাজে ব্যবহৃত শারীরিক প্রতিবন্ধী আবুল খায়ের মিজির মাইক্রোবাস সন্ত্রাসী হামলায় পুড়ে যায়। আর এই ঘটনায় ক্ষতিপূরণ পেলেন তিনি।

সোমবার দুপুরে তার হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন চাঁদপুর জেলা পুলিশ সুপার জিহাদুল কবির। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের কার্যালয়ের সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার শাকিলা ইয়াসমিন সূচনা প্রমুখ।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন চাঁদপুরের হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যরা নিয়ম মেনেই  ব্যবহার করছিলেন আবুল খায়ের মিজি নামে এক ব্যক্তির মাইক্রোবাস। ওই দিন কতিপয় সন্ত্রাসীদের হামলায় মাইক্রোবাসটি পুড়ে যায়। এই ঘটনায় হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আলমগীর হোসেন, চালক শাহাদাত হোসেন এবং এক পুলিশ সদস্য আহত হন। তাছাড়া মাইক্রোবাসের মালিক শারীরিক প্রতিবন্ধী। তাই পুড়ে যাওয়া মাইক্রোবাসের মালিককে সহায়তার পথ খুঁজছিলেন চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির।

শেষ পর্যন্ত সহায়তার জন্য অর্থদাতা খোঁজে পাওয়া যায়। এদের একজন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী। অন্যজন সমাজসেবক নজরুল ইসলাম নান্টু। সোমবার তারা দুজন দেড় লাখ টাকার চেক নিয়ে হাজির হন পুলিশ সুপারের কার্যালয়ে। এসময় আনুষ্ঠানিকভাবে তার হাতে পুলিশ সুপার জিহাদুল কবির দেড় লাখ টাকার চেক তুলে দেন।

মন্তব্য