kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

গলায় গামছা পেচিয়ে খেলতে নেই; জানত না রিয়াদ

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

২২ এপ্রিল, ২০১৯ ১৭:১৩ | পড়া যাবে ১ মিনিটেগলায় গামছা পেচিয়ে খেলতে নেই; জানত না রিয়াদ

বন্ধুদের সাথে খেলার ছলে গলায় গামছা পেচিয়ে ফাঁস লেগে মারা গেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রিয়াদ মিয়া (১০)। রবিবার বিকেলে ঈশ্বরগঞ্জের পল্লীতে খেলার ছলে এ ঘটনা ঘটে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্র, পরিবার ও পুলিশ জানায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের ঘাঘড়া নারায়ণপুর গ্রামের ইলেক্ট্রিক মিস্ত্রি তাইজ উদ্দিনের সন্তান রিয়াদ মিয়া রবিবার বিকেলের দিকে ঘরের পেছনে হেলে পড়া একটি সুপারি গাছ ধরে অন্যদের সাথে 'ঝুলে থাকা' খেলা খেলছিল। এ সময় তার গায়ে ছিল বাবার গামছা। সেই গামছা কোনো এক সময় তার গলায় আটকে ফাঁস লাগে। এতে সে শ্বাসরোধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

পরিবারে লোকজন জানায়, রিয়াদ অনেকটা চঞ্চল প্রকৃতির ছিল। খেলার ছলে গলায় ফাঁস লেগে শ্বাসরোধ হয়ে মারা যেতে পারে।

মন্তব্য