kalerkantho

মঙ্গলবার । ২১ মে ২০১৯। ৭ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৫ রমজান ১৪৪০

ভাঙ্গুড়ায় নদীতে পড়ে শিশুর মৃত্যু

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি   

২২ এপ্রিল, ২০১৯ ১৬:৩১ | পড়া যাবে ১ মিনিটেভাঙ্গুড়ায় নদীতে পড়ে শিশুর মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় খেলার সময় নদীতে পড়ে ফাহিম হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ভাঙ্গুড়া পৌর শহরের মেন্দা মহল্লার শাহপাড়া বড়াল নদীর ঘাটে এ ঘটনা ঘটে। ফাহিম নাটোরের বড়াইগ্রাম উপজেলা সদরের নাসির উদ্দিনের পূত্র। সে চার বছর বয়স থেকে ভাঙ্গুড়া পৌর শহরের মেন্দা মহল্লায় নানা রইচ উদ্দিনের বাড়িতে থাকত। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে প্রথম শ্রেণিতে পড়ুয়া ফাহিম সহপাঠীদের নিয়ে মহলস্নার শাহপাড়া বড়াল নদীর ঘাটে খেলা করছিল। একপর্যায়ে সে ঘাটের সিঁড়ি থেকে নদীতে পড়ে যায়। এ সময় অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা নদীতে নেমে শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করে। এক ঘণ্টা চেষ্টার পরে শিশুটিকে সিঁড়ির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে তারা।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য