kalerkantho

বুধবার । ২২ মে ২০১৯। ৮ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৬ রমজান ১৪৪০

লালপুরে শিলাবৃষ্টি, আম-লিচুর ব্যাপক ক্ষতি

নাটোর প্রতিনিধি    

২২ এপ্রিল, ২০১৯ ১২:৪৩ | পড়া যাবে ১ মিনিটেলালপুরে শিলাবৃষ্টি, আম-লিচুর ব্যাপক ক্ষতি

নাটোরের লালপুরে ব্যাপক শিলাবৃষ্টি ও ঝড়সহ জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এতে আম ও লিচু বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। রবিবার বিকেল ৪টার দিকে লালপুরের উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় ঘণ্টাব্যাপী শিলাবৃষ্টি হয়। এতে আমের গুটি ও লিচু ঝরে পড়াসহ ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়াও কলা-পেঁপেসহ ফসলেরও ক্ষতি হয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছিল।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানিন দ্যুতি জানান, বিকেলে ঘণ্টাখানেক শিলাবৃষ্টিসহ এখনো ঝোড়ো বাতাস ও বৃষ্টি অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকায় ক্ষতির পরিমাণ জানতে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।  

মন্তব্য