kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

জাজিরা প্রান্তে পদ্মা সেতুর একাদশ স্প্যান, বসবে আগামীকাল

কালের কণ্ঠ অনলাইন   

২২ এপ্রিল, ২০১৯ ১১:৩৩ | পড়া যাবে ১ মিনিটেজাজিরা প্রান্তে পদ্মা সেতুর একাদশ স্প্যান, বসবে আগামীকাল

আগামীকাল মঙ্গলবার পদ্মা সেতুর একাদশ স্প্যান বসানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। সেতুর একাদশ স্প্যানটিকে এখন পদ্মা নদীর জাজিরা প্রান্তে ৩৩ ও ৩৪ নম্বর পিলারের কাছে নিয়ে যাওয়া হয়েছে।

আজ সোমবার সকাল ৮টায় মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি যাত্রা শুরু করে তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান ই’ ক্রেনে। সকাল সোয়া ১০টার দিকে নির্ধারিত পিলারের কাছে এসে পৌঁছায় স্প্যানবহনকারী ভাসমান ক্রেনটি।

আগামীকাল মঙ্গলবার স্প্যানটি বসানো হবে বলে আশা করছেন প্রকৌশলীরা। স্প্যানটি বসলে পুরো পদ্মাসেতুর দৃশ্যমান হবে এক হাজার ৬৫০ মিটার।

আজ সোমবার (২২ এপ্রিল) সকাল ৮টায় মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে যাত্রা করে সকাল সোয়া ১০টার দিকে নির্ধারিত পিলারের কাছে এসে পৌঁছায় স্প্যানবহনকারী ভাসমান ক্রেনটি।

আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকলে মঙ্গলবার সকাল থেকে স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে প্রকৌশলীদের।

মন্তব্য