kalerkantho

সোমবার। ২৭ মে ২০১৯। ১৩ জ্যৈষ্ঠ ১৪২৬। ২১ রমজান ১৪৪০

মায়ের পিটুনিতে প্রাণ গেল পাঁচ বছরের শিশুর

কালের কণ্ঠ অনলাইন   

২২ এপ্রিল, ২০১৯ ০৪:১০ | পড়া যাবে ১ মিনিটেমায়ের পিটুনিতে প্রাণ গেল পাঁচ বছরের শিশুর

ঝিনাইদহ জেলার শৈলকুপা পৌরসভার হাজামপাড়ায় পাঁচ বছরের শিশু জান্নাত ভাত না খাওয়ায় মা আলেয়া বেগম তাকে পিটুনি দেন, আর সেই পিটুনিতে শিশুটি মারা যায়। এ ঘটনায় পুলিশ পাষণ্ড মাকে আটক করেছে।

রবিবার দুপুরে ঘটে যাওয়া ঘটনাটি পুরো এলাকায় আলোচনার ঝড় তুলেছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মেয়ে জান্নাতকে দুপুরে নিজের হাতে ভাত খাওয়াচ্ছিলেন মা আলেয়া বেগম। কিন্তু শিশুটি কিছুতেই ভাত মুখে নিতে না চাওয়ায় মা আলেয়া বেগম তাকে পিটুনি দেন। এতে শিশুটি অচেতন হয়ে পড়ে। এ অবস্থায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনা নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান। তিনি জানান, এ ঘটনায় মা আলেয়া বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মন্তব্য