kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

ঠাকুরগাঁওয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি   

২১ এপ্রিল, ২০১৯ ২১:১৩ | পড়া যাবে ১ মিনিটেঠাকুরগাঁওয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা পুষ্টি সমন্বয় কমিটি এই মতবিনিময় সভার আয়োজন করে।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মোহা. খায়রুল কবিরের সভাপতিত্বে সভায় সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. প্রভাস কুমার দাস, আবাসিক মেডিক্যাল অফিসার সুব্রত কুমার সেন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলি সহ উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন।

সভায় আগামী ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল অনুষ্ঠিতব্য জেলায় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে বক্তারা নানা সুপারিশ ও কর্মসূচি পালন বিষয়ে আলোচনা করেন।

মন্তব্যসাতদিনের সেরা