kalerkantho

মঙ্গলবার । ২১ মে ২০১৯। ৭ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৫ রমজান ১৪৪০

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় খনি শ্রমিক নিহত

দিনাজপুর প্রতিনিধি   

২০ এপ্রিল, ২০১৯ ১৯:৫১ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুরে সড়ক দুর্ঘটনায় খনি শ্রমিক নিহত

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের সামনে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে বড়পুকুরিয়া কয়লা খনির এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম শামিউল ইসলাম শুকু। তিনি নবাবগঞ্জ উপজেলার ভালকা জয়পুর গ্রামের মৃত সামছুল হকের ছেলে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বড়পুকুরিয়া পুলিশ ফাড়ির ইনর্চাজ মো. সিরাজুল ইসলাম জানান, শামিউল ইসলাম শুকু মোটরসাইকেল নিয়ে তার কর্মস্থল বড়পুকুরিয়া কয়লা খনিতে যাচ্ছিলেন। এ সময় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের সামনে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনা স্থলেই শামিউল ইসলাম শুকু মারা যান। এ ব্যাপরে পার্বতীপুর থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

খনির শ্রমিক দুঘটনায় নিহত হওয়ার খবর বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান গভীর শোক প্রকাশ করেন ও তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য