kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

ঘাটাইলে নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি   

২০ এপ্রিল, ২০১৯ ১৮:২৮ | পড়া যাবে ১ মিনিটেঘাটাইলে নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে টাঙ্গাইলের ঘাটাইলের লোকের পাড়া ও এস ফাযিল মাদরাসার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ শনিবার সকাল ১১টায় ভুঞাপুর-ঘাটাইল সড়কে মাদরাসার সামনে এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মাদরাসার পরিচালনা পরিষদের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আওরঙ্গজেব খান হিটলার, অধ্যক্ষ মো. বখতিয়ার খান, পরিচালনা কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, মাদরাসার প্রভাষক মো. সুলতান মিয়া, লোকের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. ইমরান হোসেন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা নুসরাত হত্যার সাথে জড়িত সকলকে অতিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির জোর দাবি জানান। এতে লোকের পাড়া ও এস ফাযিল মাদরাসা ও লোকেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫ শতাধিক লোক অংশগ্রহণ করেন।

মন্তব্য