kalerkantho

ময়মনসিংহে সড়কে ঝরল চার প্রাণ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

২০ এপ্রিল, ২০১৯ ১২:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহে সড়কে ঝরল চার প্রাণ

ময়মনসিংহের সদর উপজেলার ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোট চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। আজ সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফুলপুর উপজেলার হাতিবান্দা গ্রামের মোরশেদ আলীর ছেলে ইউনুছ আলী (৫৫) এবং আব্দুল কুদ্দুস (৩৫)। অন্যরা হলেন একই উপজেলার রাইজান গ্রামের মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান (৬৫) ও তার সহধর্মিণী রহিমা খাতুন (৫২)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, যাত্রীবাহী একটি সিএনজি ফুলপুর থেকে ময়মনসিংহের দিকে আসছিল। বিপরীত দিক থেকে একটি ট্রাক যাচ্ছিল। এ দুই বাহনের মুখোমখি সংঘর্ষের সময় দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে একটি মাহেন্দ্রও দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যায়। আহত অপর দুজনকে ময়মনসিংহে মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মন্তব্য