kalerkantho

রবিবার । ২৬ মে ২০১৯। ১২ জ্যৈষ্ঠ ১৪২৬। ২০ রমজান ১৪৪০

চট্টগ্রামে ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বিঘ্নিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম    

২০ এপ্রিল, ২০১৯ ০৪:৪৬ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বিঘ্নিত

মহেশখালীর টার্মিনাল থেকে চট্টগ্রামে প্রায় সাত ঘণ্টা তরলায়িত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বন্ধ ছিল গতকাল শুক্রবার। কারিগরি ত্রুটির কারণে এলএনজি সরবরাহ বন্ধ থাকায় চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটে। সন্ধ্যা ৭টার পর সরবরাহ পুনরায় চালু হলে চট্টগ্রামে ধীরে ধীরে গ্যাসের চাপ বাড়তে থাকে। 

চট্টগ্রাম অঞ্চলে গ্যাস বিপণন প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানির কর্মকর্তারা জানান, এলএনজিবাহী জাহাজ থেকে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় গতকাল দুপুর ১২টায় মহেশখালী দ্বীপের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়।  

এ ব্যাপারে জানতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খায়েজ আহমদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

মন্তব্য