kalerkantho

রবিবার । ২৬ মে ২০১৯। ১২ জ্যৈষ্ঠ ১৪২৬। ২০ রমজান ১৪৪০

চৌমুহনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি   

২০ এপ্রিল, ২০১৯ ০৩:২০ | পড়া যাবে ১ মিনিটেচৌমুহনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

নোয়াখালী জেলার চৌমুহনী পৌরসভার ডেল্টা জুট মিল আবাসিক এলাকার একটি পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত দুই শিশু হলো—জুটমিল কলোনির বাসিন্দা বি-বাড়িয়ার কিমুতিক গ্রামের সাইফুল ইসলামের ছেলে ইয়াছিন (৬) ও  চৌমুহনী পৌর এলাকার গানিপুর গ্রামের সবুজ মিয়ার মেয়ে সুমাইয়া (৫)। তারা মামাতো-ফুফাতো ভাই-বোন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল জুমার নামাজের সময় দুই শিশু বাসার পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

খবর পেয়ে চৌমুহনী পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে লাশ দুটি উদ্ধার করে তাদের জিম্মায় নেয়। বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ রশিদ মোল্লা জানান, শিশু দুটির মৃতদেহ পরিবারের ইচ্ছায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য