kalerkantho

রবিবার । ২৬ মে ২০১৯। ১২ জ্যৈষ্ঠ ১৪২৬। ২০ রমজান ১৪৪০

জীবননগরে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি   

১৮ এপ্রিল, ২০১৯ ২১:০৯ | পড়া যাবে ১ মিনিটেজীবননগরে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

জীবননগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩৬ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাখালী দক্ষিণপাড়ার আমবাগান থেকে ফেনসিডিলসহ শিপন উদ্দিন (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে এস আই নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মনোহরপুরে মাদক বিরোধী অভিযান চালান। এসময় ফজলু হকের আমবাগান থেকে মাদক ব্যবসায়ী শিপন উদ্দিনকে ৩৬ বোতল ফেনসিডিলসহ আটক কার হয়। এ ব্যাপারে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

মন্তব্য