kalerkantho

রবিবার । ২৬ মে ২০১৯। ১২ জ্যৈষ্ঠ ১৪২৬। ২০ রমজান ১৪৪০

খাগড়াছড়ির রামগড়ে বিজিবি-বিএসএফের সৌজন্য বৈঠক

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি   

১৮ এপ্রিল, ২০১৯ ২০:৫৭ | পড়া যাবে ২ মিনিটেখাগড়াছড়ির রামগড়ে বিজিবি-বিএসএফের সৌজন্য বৈঠক

খাগড়াছড়ির রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হয়ে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলে এই বৈঠক। বৈঠকে ১৬ সদস্য বিশিষ্ট বিজিবি প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশের গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল আবদুল হাই। আর বিএসএফের ১৪ সদস্য বিশিষ্ট দলের প্রধান ছিলেন ত্রিপুরা উদয়পুর সেক্টরের ডিআইজি জনাব জামিল আহমেদ খান।

বৈঠক শেষে বিজিবি প্রতিনিধি দলের সদস্য সিনিয়র মেজর মো. হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, ‘আজকের বৈঠকটি মূলত সৌজন্যমূলক হলেও সীমান্তের নানা সমস্যা ওঠে আসে বৈঠকে। অবৈধভাবে সীমান্ত পারাপার, নারী-শিশু, মাদকদ্রব্য ও গরু পাচার এবং ভারত কর্তৃক ফেনী নদী থেকে ৩৬টি পাম্পের সাহায্যে অবৈধভাবে পানি উত্তোলনসহ কাঁটা তারের বেড়া নিমার্ণ প্রভৃতি প্রসঙ্গে অত্যন্ত সৌহার্দপূর্ণভাবে আলোচনা হয়।’

বৈঠকে বিজিবির পক্ষে বিজিবি জামিনী পাড়া জোন অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হক, খেদাছড়া বিজিবি জোন কমান্ডার লে. কর্নেল সাইফুল্লাহ মিরাজুল আলম, রামগড় বিজিবি জোন কমান্ডার লে. কর্নেল মো. তারিকুল হাকিম পিএসসি, ৪৩ বিজিবি স্টাফ অফিসার সিনিয়র মেজর মো. হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএসএফের পক্ষে বিএসএফ কমান্ড্যান্ট দিনেশ কুমার ও রাজিব কুমার, ডেপুটি কমান্ড্যান্ট আর এস রাহুর প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য