kalerkantho

সোমবার । ২০ মে ২০১৯। ৬ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৪ রমজান ১৪৪০

‘উন্নত শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন কখনো সম্ভব নয়’

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি   

১৮ এপ্রিল, ২০১৯ ২০:০৯ | পড়া যাবে ১ মিনিটে‘উন্নত শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন কখনো সম্ভব নয়’

যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডাক্তার নাসির উদ্দীন বলেছেন, উন্নত জাতি গঠন করতে সবার আগে চাই উন্নত শিক্ষা। উন্নত শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন কখনো সম্ভব নয় । 

বৃহস্পতিবার যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের মুক্তমঞ্চে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় দুইশ ১৭ জন শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও নগদ অর্থ তুলে দেন তিনি। 

তিনি আরো বলেন, ‘সন্তানদের মানসিকতা তৈরিতে বাবা-মার ভূমিকা অনেক বেশি। কারণ উন্নত মানসিকতা উন্নত জাতি গঠনের সহায়ক।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাংসদপত্নী ডাক্তার রওশনারা খাতুন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নাহিদ আক্তার, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্সকর্তা এএসএম জিল্লুর রশীদ, শিক্ষার্থী হৃদি আফরা, কানিজ সুলতানা, জাকিয়া হোসেন প্রমুখ।

মন্তব্য