kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

গোমস্তাপুরে মাদকসহ আটক চার

আঞ্চলিক প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ    

১৮ এপ্রিল, ২০১৯ ১৯:৪৮ | পড়া যাবে ১ মিনিটেগোমস্তাপুরে মাদকসহ আটক চার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসহ তিনজন ও একজন সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়। 

গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার সকালে রহনপুর-আড্ডা সড়কের এনায়েতপুরে তিন কেজি গাঁজাসহ শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্রামের মৃত মোন্তাজ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) ও একই গ্রামের এসলামের ছেলে আবু তালেব (৩৬) এবং একই উপজেলার হাদীনগর গ্রামের তৈমুরের ছেলে বসিরকে (৪৮) ৬৮ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গোমস্তাপুর ইউনিয়নের জাহিদনগর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে আব্দুস সালামকে বুধবার রাতে তার বাড়ি থেকে আটক করা হয়। সে দুই বছরের সাজা প্রাপ্ত আসামি।’

মন্তব্যসাতদিনের সেরা