kalerkantho

মঙ্গলবার । ২১ মে ২০১৯। ৭ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৫ রমজান ১৪৪০

১৯-২০ এপ্রিল বান্দরবানে পার্বত্য নদী রক্ষা সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

১৮ এপ্রিল, ২০১৯ ১২:১৫ | পড়া যাবে ১ মিনিটে১৯-২০ এপ্রিল বান্দরবানে পার্বত্য নদী রক্ষা সম্মেলন

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নদীগুলোকে উন্নয়ন ও রক্ষার লক্ষ্যে ১৯ এপ্রিল থেকে বান্দরবান জেলাসদরে পার্বত্য নদী রক্ষা সম্মেলন ২০১৯ শুরু হচ্ছে। জাতীয় নদী রক্ষা কমিশন ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলের যৌথ উদ্যোগে বান্দরবান শহরের হিলভিউ কনভেনশন সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আজ বৃহষ্পতিবার (১৮ এপ্রিল) সকালে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি মনির হোসেন সম্মেলনের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, ১৯ এপ্রিল বিকেল ৫টায় সম্মেলন উদ্বোধন করবেন জাতীয় নদী কমিশন চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে বৈজ্ঞানিক সেশন। পর্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বৈজ্ঞানিক সেশনে ৫টি প্রবন্ধ উপস্থাপন করা হবে বলে জানানো হয়।

মন্তব্য