kalerkantho

মঙ্গলবার । ২১ মে ২০১৯। ৭ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৫ রমজান ১৪৪০

'মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণার দায়িত্ব নতুন প্রজন্মকে নিতে হবে'

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি   

১৮ এপ্রিল, ২০১৯ ১২:০৯ | পড়া যাবে ২ মিনিটে'মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণার দায়িত্ব নতুন প্রজন্মকে নিতে হবে'

দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক বলেছেন, ৫ নম্বর সেক্টরের যুদ্ধ নিয়ে সমৃদ্ধ কোনো কাজ হয়নি। মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস ভালো করে তুলে আনতে হবে। আর এ দায়িত্ব নতুন প্রজন্মকে পালন করতে হবে। প্রত্যন্ত অঞ্চলের বদ্যভূমি, গণহত্যা ও গণকবর এখানো আমাদের অজানা রয়েছে। নতুন প্রজন্মের হাতে এ দায়িত্ব তুলে দিতে হবে। ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

'হৃদয়ে ৭১ হক নগর ইতিহাস কেন্দ্র'র উদ্যোগে বুধবার বিকেলে ছাতক প্রেস ক্লাব মিলনায়তনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 'হৃদয়ে ৭১ হক নগর' এর সভাপতি ও ছাতক প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদ নোমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ছাতক সরকারি বহুমুখী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মইনুল হোসেন চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ আব্দুস সামাদ, নূরুল আমিন, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল ওদুদ, অধ্যাপক হরিদাস রায়, বিশিষ্ট রাজনীতিবিদ ও হৃদয়ে ৭১ হক নগরের উপদেষ্টা সৈয়দ আহমদ, পৌর মুক্তিযোদ্ধা কামান্ডার অজয় ঘোষ, অ্যাড. পীযুষ ভট্টাচার্য, বিশিষ্ট রাজনীতিবিদ আফজাল হোসেন প্রমুখ।

এ সময় মুক্তিযোদ্ধা আলহাজ গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বুলি, মুক্তিযোদ্ধা ফকির খা, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, প্রেস ক্লাব সেক্রেটারি আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য