kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

শুভসংঘের আয়োজনে

নজরুল বিশ্ববিদ্যালয়ে নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৬ এপ্রিল, ২০১৯ ১৪:৫৯ | পড়া যাবে ১ মিনিটেনজরুল বিশ্ববিদ্যালয়ে নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন

কালের কণ্ঠের পাঠক সংগঠন 'শুভসংঘ' জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় জয়বাংলা ভাস্কর্য এর সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা নুসরাত জাহান রাফি হত্যার তীব্র নিন্দা এবং সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও তার সহযোগীদের ফাঁসির দাবি জানান। পাশাপাশি এই বিচার বন্ধ করতে যারা কূটকৌশল করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, যৌন নির্যাতনের বিরুদ্ধে আমাদের নিজ নিজ জয়গা থেকে দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সারা বিশ্বে নারী-শিশু নির্যাতন ভয়ানক আকার ধারণ করছে। এটা শুধু আমাদের সমস্যা না, পুরো বিশ্বের সমস্যা। কেবল সামাজিক আন্দোলনই পারে এ অপকর্ম রুখে দিতে।

সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাউফুর রহমান খান (বাধঁন) এর পরিচালনায় মানববন্ধনে শুভসংঘের সদস্যরাসহ বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয়।

মন্তব্যসাতদিনের সেরা