kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

পূর্বধলায় শিশু সুরক্ষাবিষয়ক মতবিনিময়সভা

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি   

১৬ এপ্রিল, ২০১৯ ১২:২৩ | পড়া যাবে ১ মিনিটেপূর্বধলায় শিশু সুরক্ষাবিষয়ক মতবিনিময়সভা

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আজ সোমবার 'শিশু নিরাপত্তা, সিদ্ধান্ত গ্রহণে শিশুর অংশগ্রহণ ও শিশু কল্যাণে বাজেট বরাদ্দ নিশ্চিতকরণ বিষয়ক' এক মতবিনিয়িমসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জারিয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিমিয়সভায় সভাপতিত্ব করেন জারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসা. মাজেদা খাতুন। 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পূর্বধলা এপির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন এপির ম্যানজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালের কণ্ঠের পূর্বধলা প্রতিনিধি মো. গোলাম মোস্তফা, এপির প্রগ্রাম ম্যানেজার হাফিজুল হক সোহাগ, সিস্টেম সাপোর্ট অফিসার রুবি গোমেজ, মনিটরিং অ্যান্ড মূল্যায়ন অফিসার তপন কুমার সাহা, জারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক, শিশু ফোরামের সদস্য সোমা আক্তার প্রমুখ। এ ছাড়াও স্থানীয় সরকার, গ্রাম উন্নয়ন কমিটি ও শিশু ফোরামের প্রতিনিধিরা সভায় অংশ নেন। সভায় জারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আগামী বাজেটে শিশুদের জন্য বরাদ্দ রাখার প্রতিশ্রুতি দেন।

মন্তব্যসাতদিনের সেরা