kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

বেনাপোল কাস্টমে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

বেনাপোল (যশোর) প্রতিনিধি   

২৭ মার্চ, ২০১৯ ০৩:১৮ | পড়া যাবে ১ মিনিটেবেনাপোল কাস্টমে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

ছবি: কালের কণ্ঠ

নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেনাপোল কাস্টম হাউজে উদ্‌যাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই উপলক্ষে মঙ্গলবার সকালে স্মৃতি সৌধে পুষ্পস্তবক, শহীদদের স্মরণে বিশেষ দোয়া, শিশুদের শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বেনাপোল কাস্টম ক্লাবের আয়োজনে হাউজে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ও তাদের সন্তানরা এ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার জাকির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কমিশনার মো. জাকির হোসেন, পারভেজ রেজা চৌধুরী, সহকারী কমিশনার মাসুদুর রহমান, কাজী মুর্শিদা খাতুন প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা