বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি
ছবি: কালের কণ্ঠ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মানিকগঞ্জের সিঙ্গাইরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোবিন্দল ডুবাইল গ্রামের সৌদি প্রবাসী সাইফুল্লাহ মনছুর স্থানীয় কদমতলা মাঠে এ চক্ষু শিবিরের আয়োজন করে। এদিন স্থানীয় গরিব, অসহায় মানুষকে চিকিৎসা সেবা, ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়।
মঙ্গলবার দিনব্যাপী চক্ষু শিবিরের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী বাদশা মিয়া। বক্তব্য দেন সমাজসেবক ধলা মিয়া ও সৌদি প্রবাসী সাইফুল্লাহ মনছুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রোগীদের চিকিৎসা সেবা দেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. এনামুল হক ও ডা. মো. সজিবুর রহমান। এদিন স্থানীয় ৩ শতাধিক গরিব ও অসহায় মানুষকে বিনামুল্যে চক্ষু সেবা দেওয়া হয়।
মন্তব্য