kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১                     

রেল লাইনে গাড়ি রেখে আড্ডায় মগ্ন চালক, অতঃপর...

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৬ মার্চ, ২০১৯ ১৬:২৫ | পড়া যাবে ২ মিনিটেরেল লাইনে গাড়ি রেখে আড্ডায় মগ্ন চালক, অতঃপর...

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেল লাইনের ওপর ব্যাটারি চালিত অটোবাইক রেখে চালক আড্ডায় মগ্ন ছিল। একসময় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অটো গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে গফরগাঁও রেলওয়ে ষ্টেশন সংলগ্ন বুদিয়া মার্কেট অটো স্ট্যান্ডে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন বুদিয়া মার্কেট অটোস্ট্যান্ডে অজ্ঞাত এক চালক ব্যাটারিচালিত ৮ আসনের অটোবাইকটি ঢাকা-ময়মনসিংহ রেলপথের ১নং লাইনের ওপর রেখে আড্ডায় মগ্ন হয়। এ সময় ঢাকাগামী মহুয়া ট্রেনটি গফরগাঁও ষ্টেশনে দাঁড়ানো ছিল। পরে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় লাইনের ওপর থাকা অটোবাইকটিকে ধাক্কা দিলে বাইকটি দুমড়ে-মুচড়ে লাইনের পাশে পড়ে। ট্রেন চলে যাওয়ার পর চালক দুমড়ানো-মুচড়ানো বাইকটি দ্রুত সরিয়ে ফেলে। এতে কেউ হতাহত না হলেও ট্রেনটির গতি কম থাকায় বড় দুর্ঘটনা ঘটেনি। 

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্ট্যান্ডগুলোতে কোন শৃঙ্খলা নেই। চালকরা এলোমেলো ভাবে গাড়ি রাখে। স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় ট্রেনের গতি কম থাকে। তাই হতাহতের ঘটনা ঘটেনি। আশপাশে লোকজন ছিল। ট্রেনের গতি বেশি থাকলে নির্ঘাত হতাহত হতো। 

মন্তব্যসাতদিনের সেরা