kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১                     

ফরিদপুরে নানা কর্মসূচিতে স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২৬ মার্চ, ২০১৯ ১৬:২৩ | পড়া যাবে ২ মিনিটেফরিদপুরে নানা কর্মসূচিতে স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচিতে ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত হয়েছে। আজ মঙ্গলবার সূর্যোদয়ের প্রাক্কালে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনশীর্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৭টায় শহরের গোয়ালচামটে শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি এবং ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এর পক্ষে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আওয়ামী লীগের নেতারা। পরে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, আওয়ামী লীগ, বিএনপি, ফরিদপুর পৌরসভা, ফরিদপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন শহীদ স্মৃতিফলকে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

পরে স্মৃতিফলক চত্বর থেকে স্বাধীনতা শোভাযাত্রা নামে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের মুজিব সড়ক হয়ে শেখ জামাল স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে স্টেডিয়ামসংলগ্ন গণকবরে মহান স্বাধীনতাযুদ্ধে নিহত শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।

এ ছাড়া দিবসের অন্য কর্মসূচির মধ্যে ছিল কুচকাওয়াজ ও ডিসপ্লে, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা, ক্রীড়ানুষ্ঠান, মিলাদ, বিশেষ মোনাজাত ও প্রার্থনা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

মন্তব্যসাতদিনের সেরা