kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

ট্রাকের ধাক্কায় নিভে গেল স্কুলছাত্রীর প্রাণ, সড়ক অবরোধ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি   

২৫ মার্চ, ২০১৯ ২৩:৪৬ | পড়া যাবে ২ মিনিটেট্রাকের ধাক্কায় নিভে গেল স্কুলছাত্রীর প্রাণ, সড়ক অবরোধ

ছবি: কালের কণ্ঠ

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রী জুঁই (৭) নিহত হয়েছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ করেন। 

অবরোধে জীবননগর-চুয়াডাঙ্গা মহাসড়ক অচল হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় চুয়াডাঙ্গা-যশোর রুটের সব ধরনের যান চলাচল। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুঁই বিকালে প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফিরছিল। জীবননগর-চুয়াডাঙ্গা মহাসড়কের মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে চুয়াডাঙ্গামুখি দ্রুতগামী ঘাতক ট্রাক জুঁইকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পালিয়ে যায় ঘাতক ট্রাক। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় নেমে আসেন। সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে সৃষ্টি করেন অবরোধ। বন্ধ হয়ে যায় চুয়াডাঙ্গা-যশোর রুটের সকল যান চলাচল। 

খবর পেয়ে জীবননগর থানা পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে আসেন। বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে রাস্তার ওপর জুঁই এর লাশ নিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ‌ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। পরে পুলিশের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

ঘটনায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আ. সালাম, জীবননগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্কুলছাত্রীর মৃত্যুতে গোটা এলাকায় বইছে শোকের মাতম।

মন্তব্যসাতদিনের সেরা