kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২৫ মার্চ, ২০১৯ ১৮:২২ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালিত

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালিত হয়েছে। ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ সোমবার দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। সভার শুরুতে একাত্তরের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোবাশ্বর হাসান, অধ্যক্ষ শীলারানী মন্ডল, অধ্যাপক আব্দুস সামাদ, পরিমল চন্দ্র মন্ডল, মু.আবুল ফয়েজ শাহওেয়াজ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালে হানাদার পাকিস্তানি বাহিনীর সদস্যরা নিরস্ত্র ও নিরীহ বাঙালি নারী, পুরুষ ও শিশুদের নির্বিচারে হত্যা করে ইতিহাসের জঘন্যতম গণহত্যার রেকর্ড করেছে। যা নজিরবিহীন। তারা জাতিসংঘের প্রতি ২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান।

এ ছাড়া দিবসের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে সন্ধ্যায় শহরের শেখ জামাল স্টেডিয়াম সংলগ্ন গণকবরে শহীদ স্মরণে আলোক প্রজ্বলন ও দেশাত্মবোধক গান পরিবেশনা। 

মন্তব্যসাতদিনের সেরা